ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বার্সা ছাড়া লা লিগা কল্পনাও করতে পারি না : জিদান

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

স্পেন থেকে কাতালুনিয়া আলাদা হয়ে যাবে কিনা তা নিয়ে আগামী অক্টোবর গণভোট আয়োজনের পরিকল্পনা করছে কাতালান পার্লামেন্টআর কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে বার্সেলোনার লা লিগা ছেড়ে যাওয়াটা যেন কল্পনাই করতে পারছেন না রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান

ধারণা করা হচ্ছে কাতালুনিয়ার স্বাধীনতাকামীদের চাওয়া পূরণ হলে বার্সেলোনা ও এসপানিওল ফ্রান্সের লিগ ওয়ানে খেলার সুযোগ পেতে পারে। জিদানের মতে, এমন কিছু হলে তা লা লিগার জন্য হবে বড় ধরনের ক্ষতিকর।

এক সংবাদ সম্মেলনে জিদান বলেন, বার্সেলোনা ছাড়া স্প্যানিশ লিগ আমি কল্পনা করতে পারছি না। এই খেলার একজন ভক্ত হিসেবে আমি শুধু এটাই বলতে পারি। তবে আমি এই বিষয়ে নিজেকে জড়াতে চাই না। কারণ কিছু মানুষ আছে যারা এটা চায়, আবার কিছু মানুষ যারা চায় না।

এর আগে বার্সেলোনা ২০১৪ সালে স্বাধীনতাকামীদের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছিল। সে সময় গণভোট আয়োজনের পক্ষের জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিল লা লিগার অন্যতম সফল ক্লাবটি।

 

//আর//এআর