শ্রমশক্তিতে নারীর অংশগ্রহগণ কম
প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:১৩ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার
শ্রমশক্তিতে পুরুষের তুলনায় এখন ও নারীর অংশগ্রহগণ কম। দেশে উদ্যোক্তাদের মধ্যে মোট সংখ্যার কেবল ৭ শতাংশ নারী উদ্যোক্তা রয়েছে।
মঙ্গলবার সকালে আগাঁরগাও পিকেএসএফ ভবনে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ । প্রতিবেদনে আরো বলা হয় শ্রমশক্তিতে রয়েছে ৮১ শতাংশ পুরুষ আর নারী রয়েছে কেবল ৩৩ শতাংশ । টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরে বক্তারা আরো বলেন নারীদের কেবল নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না তাদেরকে তথ্যসমৃদ্ধ হওয়ার সুযোগগুলো বাড়াতে হবে। কৃষি ক্ষেত্র্ধেসঢ়;ও নারীরা কাজ করছে কিন্তু তাদের কোন মালিকানা নেই। সে ক্ষেত্রে নারী উন্নয়ন নীতিতে অনেক প্রতিশ্রুতির কথা বলা হল্ধেসঢ়;ও তার বাস্তবায়ন হচ্ছে না বলে দাবি করে পিকেএসএফ।