শিগগিরই ৩৬তম বিসিএসর চূড়ান্ত ফল
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ১০:৩৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার
৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। বরিবার বিকেলে মুঠোফোনে ইটিভি অনলাইনকে তিনি এ কথা নিশ্চিত করেন।
৩৬তম বিসিএসে অংশ নেওয়া প্রার্থীরা বলেছেন, দুই বছর চার মাসেরও বেশি সময় ধরে এই পরীক্ষার কার্যক্রম চলছে, যা বিসিএসের ইতিহাসে অন্যতম বেশি সময় নিয়েছে। তবে কবে নাগাদ ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে, তা দিনক্ষণ নির্দিষ্ট করে বলেননি তিনি।
এ প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান বলেন, কমিশন এই ফলাফল তৈরির জন্য এখন পুরোদমে কাজ করে যাচ্ছে। ক্যাডার ডিস্ট্রিবিউশন সফটওয়ার (ক্যাডস)-এর মাধ্যমে ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। যদিও ক্যাডসের পাশাপাশি ম্যানুয়ালিও ফল প্রস্তুত থাকবে। পরীক্ষামুলক ৩৬তম বিসিএস থেকে এই পদ্ধতি চালু করা হচ্ছে। এর আগে নন-ক্যাডার পরীক্ষার ফলাফল প্রকাশে ‘সার্চ ইঞ্জিন’ সফটওয়ার ব্যবহার করে সফলতা পেয়েছে কমিশন। এরই ধারাবাহিকতায় ক্যাডার পরীক্ষায় আসছে ‘ক্যাডস’। এ কারণে সময় একটু বেশি লাগছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন তিনটি পরীক্ষা নিয়ে কাজ করছি। ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল তৈরি, ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ এবং ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা। একসঙ্গে এত পরীক্ষা নিয়ে কাজ করতে গিয়ে প্রতিটির কার্যক্রম কিছুটা দেরি হচ্ছে।’
এ ছাড়া ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ চূড়ান্ত করার বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান বলেন, কাছাকাছি সময়ের মধ্যে এই পরীক্ষারও তারিখ চূড়ান্ত করা হবে। আমরা ৩৮তম বিসিএস পরীক্ষা অক্টোবরের শেষে নিতে চেয়েছিলাম। কিন্তু এই বিসিএসে প্রায় সাড়ে তিন লাখ পরীক্ষার্থী আবেদন করেছেন। তাই এই বিপুলসংখ্যক চাকররি প্রত্যাশীর পরীক্ষা নেওয়ার স্থান, প্রশ্নপত্র ও উত্তরপত্র ছাপানোসহ সব মিলে বিশাল এক কর্মযজ্ঞ করতে হবে আমাদের। এ জন্য এই পরীক্ষা নিতে কিছুটা দেরি হতে পারে।’
প্রথম শ্রেণির দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দেওয়া জন্য ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। গত বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩ হাজার ৬৭৯ জন উত্তীর্ণ হন । গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ৪৬৮ চাকরীপ্রার্থী। ৫ হাজার ৯৯০ জন লিখিত পরীক্ষায় পাস করেন। চলতি বছরের ১২ মার্চ থেকে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা শেষ হয় ৭ জুন।
প্রথম শ্রেণির এক হাজার ২২৬ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য গত বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৩৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরীপ্রার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ আট হাজার ৫২৩ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।