মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকেরও দায় আছে অর্থ লোপাটের ঘটনায় মনে করছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:২৭ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার
অর্থ লোপাটের ঘটনায় মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকেরও যথেষ্ট দায় আছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আমজালুল হোসেন কিউসি। তবে টাকা ফেরত আনতে তাদের বিরুদ্ধে মালমা করা হবে কিনা এখনো কোন সিদ্ধান্ত নেয় নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে প্রয়োজনে তদন্তে নামার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
গেল ৪ ফেব্র“য়ারি, বৃহস্পতিবার হেকাররা বাংলাদেশ ব্যাংকের সার্ভার থেকে লেনদেন আদেশ পাঠায় ফেডারেল রিজার্ভ ব্যাংকে। শুক্র ও শনিবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি, শনি ও রোববার আমেরিকার সাপ্তাহিক ছুটি, এবং সোমবার ফিলিপাইনে চাইনিজ নববর্ষের ছুটির কারণে সেই লেনদেন আদেশ নিষ্পত্তি হয় মঙ্গলবার। এরমাধ্যে ঘটনা অবহিত করে বাংলাদেশ ব্যাংক থেকে ইমেইলও করা হয়েছিল ফেডারেল রিজর্ভ ব্যাংকে। এমন পরিস্থিতিতে তার্ধাসঢ়; দায় এড়াতে পারেনা বলেই মনে করছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী।
তবে মামলার ব্যপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কাজে সাময়িক অসুবিধা হলেও নিরাপত্তার স্বার্থে সব ল্যাপটবই পরীক্ষা করার কথাও জানিয়েছে তারা।
এদিকে এরইমধ্যে তিনটি তদন্ত কমিটি কাজ করছে এ ঘটনায়। প্রয়োজন হলে তদন্তের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনও।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে র্যালি শেষে একথা জানান দুদক চেয়ারম্যান।