তনু হত্যার বিচারের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ, ৩ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষার্থীরা
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:২৮ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার
কলেজ ছাত্রী তনু হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রায় সাড়ে তিন ঘন্টার এ বিক্ষোভে গোটা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানী জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। তনু হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী ৩ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে ফের ময়না তদন্তের জন্যে তনুর মরদেহ কবর থেকে তোলা হতে পারে আগামীকাল। <ংঃৎড়হম>হত্যা মামলাটি সিআইডিতে ট্রান্সফারের আদেশ দেয়া হয়েছে বলে জানান কুমিল<ংঃৎড়হম><ংঃৎড়হম>ার অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া।
এমনি নানা স্লোগান আর ক্ষোভ আচড়ে পড়ে শাহবাগ মোড়ে। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা তনু হত্যার বিচারের দাবিতে জড়ো হয় মঙ্গলবার দুপুর থেকে। সবার মুখে একটাই দাবি অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
এ সময় শাহবাগের আশপাশের গোটা এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। এতে ভোগান্তিকে হলেও সাধারণ মানুষও চান তনু হত্যার বিচার।
পরে বেলা সাড়ে তিনটার দিকে অবরোধ প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। তবে এইচএসসি পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
এদিকে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়ও তনু হত্যার প্রতিবাদে হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ।
গেল ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে।