প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে সিঙ্গাপুর
প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:৩৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার
সিঙ্গাপুরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন পার্লামেন্টের সাবেক স্পিকার হালিমা ইয়াকুব। শুধু প্রথম নারী প্রেসিডেন্ট নন গত ৪৭ বছরের বেশি সময় পর তিনিই মালয় সম্প্রদায় থেকেও প্রথমবারের মতো দেশের শীর্ষ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। স্ট্রেইটস টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইলেকশন ডিপার্টমেন্ট (ইএলডি) সোমবার জানিয়েছে, রাষ্ট্রপতি পদে যেসব প্রার্থী অংশ নিয়েছিলেন তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য হালিমাহ ইয়াকুবই একমাত্র মনোনীত হয়েছেন।
২৩ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচনে আর কোনো যোগ্য প্রার্থী নেই বলে হালিমা ইয়াকুবের (৬২) প্রেসিডেন্ট হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার।
নির্বাচনী প্রতিযোগিতায় একমাত্র হালিমাকেই যোগ্য বলে মনে করেছে প্রেসিডেন্সিয়াল ইলেকশনস কমিটি। তিনি তিন বছরের বেশি সময় দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডব্লিউএন