ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আতংকে দিন কাটাচ্ছেন সাধারন মানুষ

প্রকাশিত : ১০:০৫ এএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০২:১৪ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার

মুন্সিগঞ্জের লৌহজং-এ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গেলো এক মাসে এই উপজেলায় খুন হয়েছে ৭ জন। ডাকাতি ও চুরিসহ ঘটেছে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও। এসব ঘটনায় মাত্র একটি মামলার একজন আসামিকে গ্রেফতার করা হলেও ধরা ছোঁয়ার বাইরে অন্য আসামিরা। ফলে চরম আতংকে দিন কাটাচ্ছেন উপজেলার সাধারন মানুষ। গত ২১ মার্চ রাতে লৌহজং থানার ব্যবসায়ী সঞ্জয় সরকারকে গলায় গামছা পেঁচিয়ে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে ফেব্র“য়ারির শেষে ও চলতি মাসের শুরুতে অপহরণের পর হত্যা করা হয় ৩ শিশুকে। এছাড়া হত্যা করা হয় গাড়ি চালক আলফ্রেড ও গৃহবধূ শিল্পীকে। এছাড়া প্রতিপক্ষের হামলায় নিহত হন মাইজগা্ধঁসঢ়;ও গ্রামের বৃদ্ধ আনোয়ার হোসেন। এসব হত্যাকান্ডে পুলিশের নিরব ভুমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন দোষীদের শাস্তি না হওয়ায় ভেঙ্গে পড়ছে লৌহজংয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এদিকে সঞ্জয় হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে জড়িতদের গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হলেও এখনও ধরা-ছোয়ার বাইরে আসামীরা। এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কথা বলতে রাজি না হলেও মামলাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলেন সহকারী পুলিশ সুপার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি লৌহজংবাসির।