ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

ট্রাম্পের চুমু নিয়ে মুখ খুললেন নারী সাংবাদিক

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১০:১২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

নির্বাচনী প্রচারণার সময় অসদাচরণ ও নারী বিদ্বেষী মনোভাবের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন মহল থেকে নানা সমালোচনা শুনতে হয়েছে। ক্ষেত্র বিশেষে নারীদের জোর করে চুমু খাওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে।

এই  ঘটনা  নিয়ে মুখ খুলেছেন এনবিসি’র সাংবাদিক কেটি টার। মঙ্গলবার প্রকাশিত তার প্রকাশিত ‘আনবিলিভেবল: মাই ফ্রন্ট রো সিট টু দি ক্রেজিয়েস্ট ক্যাম্পেইন ইন আমেরিকা হিস্ট্রি’ বইয়ের একটি অধ্যায়ে তিনি এমন একটি ঘটনা নিয়ে মুখ খুলেছেন।

কেটি টার লিখেছেন, তিনি শুধু ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় নারী বিদ্বেষী বক্তব্যের শিকারই হননি। এমনকি ট্রাম্পের দ্বারা তিনি শারীরিকভাবেও লাঞ্ছনার শিকার হয়েছেন।

তার বইয়ের একটি অধ্যায়ের এক জায়গায় এমন একটি বিশেষ ঘটনার উল্লেখ করেছেন এভাবে, ‘কিছু বুঝে উঠবার আগে তার (ট্রাম্পের) হাত আমার কাঁধে উঠে আসে। তার ঠোঁট আমার ঘাড়ে এসে স্পর্শ করে। আমার চোখ ছানাবড়া হয়ে যায়। আমার শরীর থমকে যায়। ভেতরে আমার হৃদপিণ্ড বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। আমি মনে মনে চাচ্ছিলাম যাতে কোনো টিভির ক্যামেরায় এ দৃশ্য ধরা না পড়ে।’

বইটি প্রকাশের পর ট্রাম্প এক টুইটে সাংবাদিক কেটির সমালোচনা করে এই ঘটনাকে ‘ফেক নিউজ’ হিসেবে অভিহিত করেছেন।

 কেআই/ডব্লিউএন