ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন সু চি

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিরাজমান সংকট নিয়ে আগামী সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। আগামী সপ্তাহের ঠিক কবে তিনি ভাষণ দিবেন তা জানা যায়নি। তার ভাষণটি ১৯ সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হবে।


গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাখাইন রাজ্য সংকটে বহু মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় তিন লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। এসব বিষয় থেকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সু চি নীরব ছিলেন। এ সময় তাকে নিয়ে সারা বিশ্বে সমালোচনা চলছে। এর মধ্যে তিনি জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন। সূত্র: এএফপি।
//আর//এআর