সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও এফবিসিসিআই সভাপতির সাক্ষাত
প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতির মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৃহস্পতিবার এফবিসিসিআই ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে এফবিসিসিআই পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু এবং নিজাম উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
এ সময় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরত্ব আরোপ করেছেন।
আলোচনাকালে রাষ্ট্রদূত গোলাম মসি বলেন যে, তাঁর মেয়াদকালে তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথাযথ উদ্যোগ গ্রহন করবেন। রাষ্ট্রদূত এফবিসিসিআই নেতৃবৃন্দকে সৌদিআরব সফরের আমন্ত্রণ জানান।
আরকে//এআর