ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৩নেতাকে স্থায়ীভাবে বহিস্কার

প্রকাশিত : ০২:১১ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০২:১১ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার

RUরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীসহ দুই কর্মচারীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। স্থায়ী বহিস্কৃত নেতারা হলেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বহিস্কৃত সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন, ফিশারীজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তন্ময় আনন্দ অভি এবং একই বিভাগের মামুন-অর-রশিদ। ২০১৪ সালের ২৮ শে আগস্ট চাঁদা দিতে অস্বীকার করায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মনিরকে পেটায় ছাত্রলীগের এই তিন নেতা। এসময় তাকে উদ্ধারে আসলে ছাত্রলীগের হাতে মারধরের শিকার হয় বিশ্ববিদ্যালয়ের আরও দুই কর্মচারী। এ ঘটনায় তুহিনকে ওই দিনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করে দলটির কেন্দ্রীয় কমিটি।