আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নালিশ
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৪:৫৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭ শনিবার
দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলার প্রতিশ্রুতি রক্ষা না করায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ করেছে পাকিস্তান। আইসিসির কাছে সমাধান না হলে বিষয়টি নিয়ে আদালতে যাবে বলেও জানিয়ে দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি।
ইতিমধ্যে দেশটি যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গেও পরামর্শ করেছে। খেলার প্রতিশ্রুতি রক্ষা না করায় তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে বলে জানায় পিসিবি।
পিসিবির চেয়ারম্যান নিজাম শেঠি বলেন, ভারতের সঙ্গে আমাদের আলোচনা শেষ, এখন পরবর্তী প্রক্রিয়া। তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে আমরা আবার আইসিসির কাছে যাবো। সালিশের জন্য তিনজন প্রতিনিধি মনোনয়ন চেয়ে আইসিসির কাছে চিঠি দিয়েছি। আমরা এরই মধ্যে একজনকে মনোনয়ন দিয়েছি।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন বলেন, আমরা চাই না, আইসিসির সদস্য দেশগুলো পরস্পরের বিরুদ্ধে লড়াই করুক। যেহেতু একটি বিরোধ তৈরি হয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী এক্ষেত্রে পদক্ষেপ নেয়া হবে। সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে।
তিনি বলেন, দু্ই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়ে থাকে, আইসিসি শুধুমাত্র সহযোগিতা করে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইসিসির নিয়ম অনুযায়ী, উভয় দেশের বোর্ড মিলে সমাধানের চেষ্টা করবে। কিন্তু দুই মাসের মধ্যে কোনো সমাধান না হলে, আইসিসির সালিশ বোর্ড যে সিদ্ধান্ত দেবে, সেটাই চূড়ান্ত হবে। এবং এর বিরুদ্ধে কোনো আপীল করা যাবে না।
২০১৪ সালে ভারত ও পাকিস্তানের মধ্যেকার সমঝোতা চুক্তি অনুযায়ী, ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে ছয়টি সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। এর মধ্যে চারটি পাকিস্তানে হওয়ার কথা। এর মধ্যে রয়েছে ১৪টি টেস্ট আর ৩০টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ।
কিন্তু ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলছে না ভারত। যদিও আইসিসি টুর্নামেন্টগুলোতে তারা খেলছে। এমনকি পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আইসিসি একাদশ নামে যে দল গঠন করা হয়েছে, তাতেও অংশ নেয়নি ভারতের কোনো ক্রিকেটার।
আর/ডব্লিউএন