রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প যথাসময়েই শেষ হবে, এটি চালু হলে বিদ্যুতের ঘাটতি থাকবে নাঃ প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ০২:৪৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার
রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ যথাসময়েই শেষ হওয়ার আশাবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি চালু হলে দেশে বিদ্যুতের আর ঘাটতি থাকবে না।
নিজ কার্যালয়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জাতীয় কমিটির ৪র্থ সভায় তিনি এ কথা বলেন। ঐ সভায় রূপপুর প্রকল্পের বিভিন্ন কারিগরী বিশেষজ্ঞ, প্রকল্পের আর্থিক দিক নিয়ে আলোচনা কথা রয়েছে। এছাড়া এই প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। সকালে সভার শুরুতেই প্রধানমন্ত্রী সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এরিমধ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগ ও তাদের প্রশিক্ষণের কাজ অনেক দূর এগিয়ে গেছে।