ক্রিকেটের ভবিষ্যৎ টি-টোয়েন্টি: প্রীতি জিনতা
প্রকাশিত : ১১:২৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭ শনিবার
টি-টোয়েন্টি লিগ-ই ক্রিকেটের ভবিষ্যৎ। কেননা টোয়েন্টি অনেকটাই বদলে দিয়েছে ক্রিকেট দুনিয়ার চালচিত্র। ২০ ওভারের উত্তেজনাপূর্ণ ব্যাট-বলের লড়াই এখন হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয়। পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে এই টি-টোয়েন্টি লিগের মধ্যেই ক্রিকেটের ভবিষ্যৎ। আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা এমনটাই মনে করেন।
ভারতেই প্রথমবারের মতো দেখা গিয়েছিল ক্রিকেটিয় উল্লাস আর বলিউড গ্ল্যামারের মিশ্রণ। আইপিএলে নিজেদের দল নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ খান, প্রীতি জিনতার মতো বলিউড তারকারা। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি লিগগুলোতেও দল কিনছেন তাঁরা। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান আগেই কিনেছিলেন ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগের দল। এবার প্রীতি জিনতাও কিনেছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের একটি দল। ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ক্যারিবিয়ানের পর দক্ষিণ আফ্রিকায়ও শুরু হতে যাচ্ছে এই টি-টোয়েন্টি লিগ।
আর প্রীতি জিনতা মনে করছেন, যেভাবে এই লিগগুলোতে বিনিয়োগ করা হচ্ছে। এগুলো জনপ্রিয় হয়ে উঠছে, তাতে এই লিগগুলো একদিন আন্তর্জাতিক ক্রিকেটকেও ছাড়িয়ে যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের এই তারকা বলেছেন, ‘যেভাবে এই লিগগুলো আয়োজন করা হচ্ছে, আমার মনে হয় অদূর ভবিষ্যতেই এই লিগগুলো ক্রিকেটের নিয়ন্ত্রণ নিয়ে নেবে।’
আরকে//এআর