ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

মোস্তাফিজুর রহমানকে পেল রাজশাহী কিংস

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৭:৫৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর এবারের আসরের বাঁহাতি তরুণ পেসার মোস্তাফিজুর রহমানকে পেয়েছে রাজশাহী কিংস।

বিপিএলের এবারের আসরে বরিশাল বুলসের হয়ে আইকন খেলোয়াড় হিসেবেই খেলার কথা ছিল মোস্তাফিজের। তবে আর্থিক অব্যবস্থাপনার দায়ে বরিশালের এই ফ্র্যাঞ্চাইজি নিষিদ্ধ হওয়ায় প্লেয়ার্স ড্রাফটে আসেন মুস্তাফিজ। ফলে যে কোনো দলে খেলার জন্য উন্মুক্ত থাকেন কার্টার মাস্টার।

শনিবার বিপিএলের ড্রাফটে এ প্লাস ক্যাটাগরির একমাত্র দেশি ক্রিকেটার মোস্তাফিজকে দলে টেনেছে রাজশাহী কিংস। দেশীয় ১৩৬ আর বিদেশি ২০৮ ক্রিকেটারকে নিয়ে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরু হয়। ড্রাফটের শুরুতেই মোস্তাফিজকে কিনে নেয় রাজশাহী কিংস। এর প্রথম রাউন্ডে বাকি ছয়টি দলও একজন করে দেশি খেলোয়াড়কে নিজেদের স্কোয়াডে ভেড়ায়।