ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

‘ককপিট’-এ আড্ডায় দুই রুক্মিণী! (ভিডিও)

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ১১:২১ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

আর দিন কয়েকের অপেক্ষা। পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধা চলছে। কুমোরটুলিতে তুঙ্গে ব্যস্ততা। পুজোর প্রস্তুতি সবখানে। পুজোর ঠিক আগে মুক্তি পাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ‘ককপিট’। তারই মিউজিক উদ্বোধন হল মধ্য গগনে!


এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ‘ককপিট’-এর দুই রুক্মিণী। তারা হলেন কলকাতার দুই নন্দিত নায়িকা কোয়েল ও রুক্ষ্মিণী মৈত্র। কোয়েলের আসন নাম রুকক্ষ্মিনী মল্লিক। তারা দুজনই দেবের নায়িকা।


এ বোধহয় অনেক দর্শকের অজানা। মাঝ আকাশে প্লেনের মধ্যে রয়েছেন দেব-সহ গোটা ‘ককপিট’ টিম। তার মধ্যেই ছবি নিয়ে আড্ডায় মাতলেন দুই রুক্মিণী।
সূত্র : আনন্দবাজার।

দুই নায়িকার আড্ডায় কী ছিল জানতে ক্লিক করুন


//এআর