ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আগের নিয়মে নিয়োগের দাবি নার্সদের

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৫:০৭ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার

সরকারি কর্মকমিশন প্রকাশিত সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আগের নিয়মে নিয়োগের জন্য দাবি জানিয়েছে নার্সরা। তারা রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় কয়েক জন আহত হয়। ঐ এলাকায় যানজট দেখা দেয়। nurseজ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে শাহবাগ মোড় দখল করে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। আশপাশে দেখা দেয় তীব্র যানজট। পুলিশ গিয়ে তাদের সরে যেতে বললে, বাক বিতণ্ডা হয়। এ অবস্থা চলে চার ঘণ্টা। পরে তাদের সরাতে অভিযানে নামে পুলিশ। পিপার স্প্রে ছুড়ে আন্দোলনরত নার্সদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে রাস্তায় শুয়ে পুলিশকে প্রতিরোধের চেষ্টা করে তারা। সংঘর্ষের শুরু এখানেই। পুলিশের জলকামান, টিয়ারসেল আর লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে দিকবিদিক ছুটতে থাকে আন্দোলনকারীরা। এতে আহত হন কয়েকজন। এরআগে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের আগের নিয়ম বহাল রাখার দাবি জানায় বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি এবং বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। শাহবাগ মোড়ে অচলাবস্থার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ।