ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বন্ড সুবিধার অপব্যবহারে এসএমই খাত অসম প্রতিযোগীতার মুখে পড়ছে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৬:০৮ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার

বন্ড সুবিধার অপব্যবহারে এসএমই খাত অসম প্রতিযোগীতার মুখে পড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এজন্য অবিলম্বে এই অপব্যবহার বন্ধ করার দাবি তাদের। বুধবার এনবিআরএর বাজেট পূর্ববর্তী আলোচনায় এসব কথা বলেন তারা। এসময় নতুন ভ্যাট আইন নিয়ে উদ্বেগের কথাও বলেন অনেকে। nbrআসছে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে এফবিসিসিআইএর নেতৃত্বে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এনবিআরএর এই মতবিনিময়। ব্যবসায়ী সংগঠনের নেতারা এসময় নানা ইস্যুতে কথা বললেও বার বার ঘুরে ফিরে আলোচনায় আসে নতুন ভ্যাট আইন। ভ্যাট নিয়ে উদ্বেগ দূর করতে ব্যবসায়ীদের সঙ্গে আরও মত বিনিময়ের পরামর্শ এফবসিসিআই সভাপতির। তবে বন্ড সুবিধা অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার তিনি। ব্যবসায়ীদের এসব মতামত আসছে বাজেটে প্রতিফলিতে হবে বলে আশ্বাস দিয়েছে এনবিআর।