ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শিল্পীদের নিয়ে নতুন সংগঠন করতে যাচ্ছেন মৌসুমী

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

মৌসুমী। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন। বর্তমানে বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন ঢাকাই ছবির এই প্রিয়দর্শিনী। খুব বেশি ছবিতে কাজ করছেন না তিনি। বুঝে শুনেই নতুন ছবির কাজ হাতে নিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি মৌসুমী সামাজিক সাংস্কৃতিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন বহুদিন ধরে।

মৌসুমী শিল্পীদের সংগঠনের সঙ্গে যুক্ত। এ বছরের মার্চ মাসে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্যপদে জেতার পরও শপথ গ্রহণ করেননি। বরং এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে অব্যাহতি পত্র পাঠান শিল্পী সমিতির সভাপতি ও চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগরকে। সম্প্রতি জানা যায়, অন্য একটি ফেডারেশনে যোগ দিচ্ছেন  মৌসুমী, ওমর সানি, শাকিব খানসহ আরো অনেক শিল্পী।

এ বিষয়ে জানতে চাইলে চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, হ্যাঁ। নতুন একটি সংগঠন হতে যাচ্ছে। আর এই নতুন সংগঠন হবে শিল্পী, কলাকুশলী, বুকিং এজেন্ট, হলমালিকসহ সবার। নাটকের অভিনেতা, অভিনেত্রীসহ মিডিয়াতে কাজ করে এমন যে কোনো শিল্পী এখানে অংশ নিতে পারবে। ভারতে ‘ইমপা’ নামে যে সংগঠন রয়েছে, ঠিক এমন একটি সংগঠন হবে এটা। অনেকেই এখানে সদস্য হতে ইতিমধ্যেই ইচ্ছে পোষণ করেছেন। সবকিছু ঠিক থাকলে নতুন সংগঠনের ঘোষণা আসবে শিগগিরই।