ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শাহজালালে ৫ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০২:৪৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় পৌনে ৫ কেজি ওজনের ৪০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে ইউ এস বাংলা এয়ারলাইন্সের  ফ্লাইট নং বিএস ৩০৮ এর সিটের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ফ্লাইটে তল্লাশিকালে সিটের পেছনে শক্ত ধাতব বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে সিটের ফোম তুলে দেখা যায়, আঠা লাগানো ছোট কালো ব্যাগ সিটের সঙ্গে বাঁধা রয়েছে। পরে ব্যাগটি উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়। সেখানে ব্যাটিঁ খুলে বাদামি স্কচটেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০টি স্বর্ণবার পাওয়া যায়।

তিনি আরও জানান, ৪ দশমিক ৬৪ কেজি ওজনে ৪০টি স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য দুইকোটি ৩২ লাখ টাকা।এর মালিককে পাওয়া যায়নি।

আরকে//এআর