ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিশ্বের সর্বদক্ষিণের শহর

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:০৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

আর্জেন্টিনার তিয়েররা দেল ফুয়েগো প্রদেশের রাজধানী উসুয়াইয়া। বিশ্বের সর্বদক্ষিণের শহর এটি। শহরটি তিয়েররা দেল ফুয়েগো দ্বীপের দক্ষিণভাগে একটি প্রশস্ত উপসাগরের উপকূলে অবস্থিত। শহরের উত্তরে মার্শাল পর্বতমালা এবং দক্ষিণে বিগল প্রণালী। বর্তমানে এখানে প্রায় ৬০ হাজার লোকের বাস।

উসুয়াইয়া নামটি স্থানীয় আদিবাসী আমেরিকান ভাষা ইয়ামানা থেকে এসেছে, যার অর্থ ‘পশ্চিম দিকে প্রবেশকারী উপসাগর’। ১৯শ শতকের শেষভাগ পর্যন্তও এখানে কেবল আদিবাসী ইয়ামানা জাতির লোকজন বাস করত। এরপর থেকে ১৯৪৭ পর্যন্ত এটি সাজাপ্রাপ্ত অপরাধীদের একটি উপনিবেশ ছিল।

ক্রোয়েশিয়া, ইতালি ও স্পেন এবং মূল আর্জেন্টিনীয় ভূখণ্ড থেকে অভিবাসীদের আগমনের ফলে অঞ্চলটির বিকাশ ঘটে। সরকার এর জন্য শুল্ক-মুক্ত পণ্য বেচাকেনার অনুমতি দেয়। শহরটি বর্তমানে অ্যান্টার্কটিকা অভিযান কিংবা হর্ন অন্তরীপ ঘিরে নৌবিহারের সূচনাবিন্দু হিসেবে পর্যটকদের কাছে সমানভাবেজনপ্রিয়| উসুয়াইয়া পর্যটকদের জন্য আরামদায়ক শহর । এ শহরটিতে গড়ে উঠেছে হোটেল,রেস্টুরেন্ট,দোকান,একটি স্থানীয় সংবাদপত্র এবং রেললাইন ।

উসুয়াইয়া দ্বীপের অংশ এস্তানসিয়া হেরর্বাটন। অঞ্চলটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৮৬ সালে। এটি প্রতিষ্ঠা করেন থমাস ব্রিজ(১৮৪২-১৮৯৮)। হারবার্টনে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন ধরনের পর্যটন এলাকা এবং নান্দনিক দৃশ্যপট। তার মধ্যে কয়েকটি হলো -এস্তানসিয়া হেরবার্টনের এ অঞ্চলটিকে ইংল্যান্ডের কুঠিরের সঙ্গে তুলনা করা হয়েছে। হেরবার্টনের এ আঞ্চলের মানুষের জীবন-যাপনের চিত্র ফুটে উঠেছে।

পেংগুইনের আবাসভূমি হিসেবে এস্তানসিয়া হেরবার্টনের এ আঞ্চলটি পরিচিতি লাভ করেছে।

তথ্যসূত্র : বিবিসি।

/এম/এআর