ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

আগামী দলবদলে খেলোয়াড় কিনার ইচ্ছা নেই বার্সার

প্রকাশিত : ১১:১৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:৩৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার

ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেও জানুয়ারির দল বদলে নতুন কোনো খেলোয়াড় কিনবে না স্পেনিশ ক্লাব বার্সালোনা। ক্লাবটির জোজেপ মারিয়া বার্তোমেউ তার এই ইচ্ছার কথা জানিয়েছেন।

শনিবার লা লিগায় গেতাফের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান দেম্বেলে। পরে কাতলান এই ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, দেম্বেলের মাঠে ফিরতে সাড়ে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

গত মাসের শেষ দিকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে প্রাথমিকভাবে সাড়ে ১০ কোটি ইউরোর বিনিময়ে দেম্বেলেকে দলে টানে বার্সেলোনা। গত মাসের শুরুতে রেকর্ড ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের পিএসজিতে চলে যাওয়ার পর তার জায়গায় বার্সেলোনার শূন্যতা পূরণে দেম্বেলেকে দলে নেয়।

দেম্বেলে চোটে পড়ায় বার্সেলোনার আক্রমণভাগ আবারও কিছুটা দুর্বল হয়ে পড়লো। তবে সেজন্যে জানুয়ারিতে নতুন খেলোয়াড় কেনার ইচ্ছা নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাতালান ক্লাবটির সভাপতি।

 

এম/টিকে