শিল্প উন্নয়নে মালিক-শ্রমিকের সুসম্পর্ক এবং বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৫৫ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার
শিল্প উন্নয়নে মালিক-শ্রমিকের সুসম্পর্ক এবং বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৪’ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠির কর্মসংস্থানের জন্য দেশি-বিদেশী বিনিয়োগ বাড়াতে হবে। জানালেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে জিডিপিতে শিল্পখাতের অবদান ৩৫ এবং শ্রমশক্তি খাতে ২৫ শতাংশ করার লক্ষ্যে কাজ করছে সরকার। এতে দেশে টেকসই শিল্পায়ন গতি পাবে।