বান্দরবানে ত্রাণের ট্রাক উল্টে নিহত ৯
প্রকাশিত : ১০:২৮ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টের ট্রাক উল্টে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবির ছাখদালা সীমান্ত চৌকির কাছে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের সবাই শ্রমিক। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, ট্রাকটি কক্সবাজার থেকে ত্রাণ নিয়ে নাইক্ষংছড়ির বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় শিবিরে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
গুরুত্বর আহত অবস্থায় ১৬ জনকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সেখানে তিন শ্রমিকের মৃত্যু হয়।
ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের কমিউনিকেশন অফিসার রায়হান সুলতানা তমা গণমাধ্যমকে জানান, ওই ট্রাকে ৫০০ পরিবারের জন্য ২১ দিনের খাদ্য সহায়তা ছিল।
ওই আশ্রয়কেন্দ্রটি বেশ দুর্গম এলাকায়। রাস্তা থেকেও কয়েক কিলোমিটার ভেতরে যেতে হয়। সেখানে মালামাল পৌঁছাতে অনেক মানুষের সহযোগিতা প্রয়োজন ছিল বলে ট্রাকে বেশি শ্রমিক নেওয়া হয়েছিল।
তমা জানান, হতাহতদের সবাই স্থানীয় একজন ঠিকাদারের নিয়োগ করা শ্রমিক। তারা কেউ রেডক্রসের কর্মী নয়। বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সালমান করিম খান জানিয়েছেন, হাসপাতালে আহত অবস্থায় ১৬ জনকে আনা হয়। তাঁদের মধ্যে তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন আছেন ১২ জন। আর একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, নিহত ব্যক্তিদের সবাই শ্রমিক। মালামালের ওপরে করে তাঁরা যাচ্ছিলেন।
//এআর