ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

তনুর হত্যাকান্ড তদন্তে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী

প্রকাশিত : ১১:৩২ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ১১:৪৪ পিএম, ৩০ মার্চ ২০১৬ বুধবার

কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকান্ড তদন্তে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী। কুমিল্লা সেনানিবাসে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। একটি স্বার্থান্বেষী মহল সুশৃঙ্খল সেনাবাহিনী সর্ম্পকে অপ-প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এদিকে নিহত তনুর বাবা-মা জানিয়েছেন, হত্যাকারি সর্ম্পকে তাদের কাছে সন্দেহের তালিকায় কেউ নেই। tonuকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ‘সোহাগী জাহান তনু’। পিতার সংসারে, আর্থিক সহযোগিতার করতে টিউশনি করতে গিয়ে আর ফেরেনি। বাড়ি এক শ’ গজের মধ্যে পাওয়া গেছে তার মরদেহ। তাও, কুমিল্লা সেনানিবাসে এলাকায়। হত্যাকারী কারা, এ নিয়ে পুরো দেশ জুড়ে নানান কল্পনা জল্পনা। সেনানিবাস এলাকা হলেও, ঘটনাস্থলে কাটাতারের বেড়ার সংস্কার কাজ চলছে, পাশেই রয়েছে বেসামরিক এলাকাও।  তনুর বাবাও একই সেনানিবাসের বেসামরিক কর্মচারী। তাই হত্যাকান্ডে বিয়োগ যন্ত্রনা বিরাজ করছে পুরো সেনাপরিবারের মধ্যে। আর একটি মহল দেশপ্রেমিক সেনাবাহিনীর স¤পর্কে অনুমান নির্ভর তথ্য প্রচার করছে, যা কাম্য নয়, বলছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর। কুমিল্লা সেনানিবাসে সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সেনাবাহিনীও এই জঘন্য হত্যাকান্ডের অপরাধী চিহ্নিত করে সঠিক বিচার প্রত্যাশা করে। এদিকে তনুর বাবা-মা তাদের মেয়ের হত্যাকারী হিসেবে কাউকে সন্দেহ করতে পারছেন না। তবে সঠিক বিচার প্রত্যাশা করছেন তারা।