ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

এইডস আক্রান্ত সেই রোহিঙ্গা নারীর মৃত্যু

প্রকাশিত : ০৭:২২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৮:৩৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

মিয়ানমার থেকে পালিয়ে আসা এইচআইভি আক্রান্ত দুই নারীর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। পঞ্চাশোর্ধ্ব এই রোহিঙ্গা নারীর নাম মরিয়ম।

মরিয়মের স্বামীর খোঁজ পাওয়া যায়নি। তিনি মিয়ানমার থেকে পালিয়ে এসে উখিয়ার কুতুপালং শিবিরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শিবিরের এনজিওচালিত হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তার শরীরে এইচআইভি পজিটিভ। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান চৌধুরী জানান, কক্সবাজার সদর হাসপাতালে কয়েকদিন এই রোহিঙ্গা নারী চিকিৎসা নিয়েছিলেন। তাকে মহিলা ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোহিঙ্গা এই নারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডব্লিউএন