ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জিদান

প্রকাশিত : ১০:২৮ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

এবার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন জিনেদিন জিদানএ তালিকায় আরও আছেন মাস্মিমিলিয়ানো আল্লেগ্রি আন্তোনিও কোন্তেশুক্রবার ফিফা  ১২ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে কমিয়ে তিনজনে নামিয়ে আনে।

ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন সম্পর্ক ছেদ করার পর গত বছর থেকে একক ভাবে সেরা কোচ নির্বাচন করছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। গত জানুয়ারিতেও ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ এর প্রথম সংস্করণে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জিদান। গত বছর পুরস্কারটি জিতেন লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করানো ক্লাওদিও রানিয়েরি।

এবার জিনেদিন জিদানের সম্ভাবনা সবচেয়ে বেশি। ২০১৬-১৭ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ রিয়াল মাদ্রিদকে মোট চারটি শিরোপা জেতান এই কোচ। আগামী ২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ী কোচের নাম।

উল্লেখ্য, জাতীয় দলের কোচ, অধিনায়ক ও প্রতিটি দেশের একজন করে সাংবাদিক এবং ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বিজয়ী নির্বাচন করা হবে।

 

আর/এআর