তোর স্মরণে
সমর ইসলাম
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১০:১৭ পিএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার

তোর স্মরণে প্রতিক্ষণে হৃদয়টাকে
দগ্ধ করি, আঘাত করি মৃত্যুবানে
তোর বিরহে উলট-পালট জীবন আমার
ধ্বংস দ্বারে, প্রভু জানে-
তুই শুনিস না, কষ্ট পাবি
নষ্ট হবার গল্প শুনে-
ফের যদি তোর কান্না আসে
বন্যা বহে অভিমানে;
আমার দুখে অশ্রু ঝরুক
কাজলটানা তোর নয়নে
চাই না আমি-
যেই নয়নের গহীন জলে
আজও আমি সাঁতার কাটি
পাই না আমি।
//এআর