ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

লেগুনা কলোরাডা

বর্ণিল জলের হ্রদ

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৮:৫৪ পিএম, ৪ অক্টোবর ২০১৭ বুধবার

বলিভিয়ার সবচেয়ে সুন্দর লেকগুলোর একটি লেগুনা কলোরাডা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪০০০ ফুট উঁচুতে অবস্থিত লবণাক্ত এই প্রাকৃতিক হ্রদটি।


এরই মধ্যে এটি পর্যটকদের পছন্দের জায়গাগুলোর একটিতে পরিণত হয়েছে। এর একটি কারণ লেকের বর্ণিল জল। আরেকটি আকর্ষণ বিরল প্রজাতির জেমস ফ্ল্যামিংগো পাখি।

লেগুনা কলোরাডার মধ্যখানে গাঢ় কমলা আর কিনারায় লাল আভা। বহু দিন ধরে লেকে জমতে থাকা অতি ক্ষুদ্র অণুজীব, লাল শৈবাল আর বোরাক্স নামের এক খনিজের কারণে এমন বর্ণচ্ছটা। আবার লবণের সাদা ছোপও পাবেন কোথাও কোথাও। পাহাড়ের ঢাল এসে মিশে গেছে লেকের কিনারায়। দেখে মনে হবে, হ্রদের চারপাশে পাথরের চাদর বিছানো।

লেকে ঝাঁকে ঝাঁকে জেমস ফ্ল্যামিংগোর দেখা মিললেও অন্যান্য অঞ্চলে এরা বিলুপ্তপ্রায়। ১৯৫০ সালে বিজ্ঞানীরা একে বিলুপ্ত প্রজাতি হিসেবে ঘোষণাই দিয়ে দিচ্ছিলেন প্রায়, কিন্তু দক্ষিণ আমেরিকায় হঠাত্ দেখা মিললে তাঁদের ভুল ভাঙে। কমলা-লাল রঙের বাহার আর ঝাঁকবাঁধা গোলাপি ফ্ল্যামিংগো—সব মিলিয়ে লেগুনা কলোরাডা অনন্য। রোজ হাজারো পর্যাটক এখানে ভিড় করেন।

সূত্র : ডেইলি মেইল।