গর্ভপাত করালে নারীদের শাস্তি হওয়া উচিত- মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প
প্রকাশিত : ১২:৫০ পিএম, ৩১ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১২:৫০ পিএম, ৩১ মার্চ ২০১৬ বৃহস্পতিবার
গর্ভপাত করালে নারীদের শাস্তি হওয়া উচিত- এমন মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করার পর পরই নিজ দলের ভেতরেই ক্ষোভের মুখে পড়েন ট্রাম্প। তবে কয়েক ঘণ্টার মধ্যেই নিজের বক্তব্য থেকে সরে আসেন তিনি। বলেন, যারা গর্ভপাত করাতে সাহায্য করে তাদের শাস্তি হওয়া উচিত। এদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারী ক্লিনটনও ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। ১৯৭৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে গর্ভপাত বৈধ। প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য প্রচারণায় নামার পর থেকেই বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত ডোনাল্ড ট্রাম্প।