রোবট এবার দন্ত চিকিৎসক
প্রকাশিত : ০৯:২৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ১০:৪৫ পিএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার
বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি রোবট। সেই রোবট এবার দন্ত চিকিৎসক হিসেবে কাজ করছে। মানুষের কোনো ধরনের সহায়তা ছাড়াই সফল অস্ত্রোপচার করেছে রোবট। মাড়িতে অস্ত্রোপচার করে নতুন দাঁত বসিয়ে দিয়েছে চীনে তৈরি এই রোবট।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোবটের হাতে অস্ত্রোপচারের মাধ্যমে নতুন দাঁত বসানোর ঘটনা বিশ্বে এটাই প্রথম।
অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন ফোর্থ মিলিটারি মেডিকেল ইউনিভার্সিটির স্টোমেটোলজিকাল হাসপাতালের চিকিৎসকরা। সেখানেই অস্ত্রোপচারটি হয়েছে।
হাসপাতালটির চিকিৎসক জাও ইমিন সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, কোনো ধরনের ভুল না করে দাঁতের অস্ত্রোপচার সফলভাবে করার জন্যই রোবটটি তৈরি করা হয়।
তিনি বলেন, এক ঘণ্টার অস্ত্রোপচারটি রোবটের মাধ্যমেই হয়। চিকিৎসকরা উপস্থিত থাকলেও তাদের কোনো সক্রিয় সহায়তা করতে হয়নি।
চীনের শানছি প্রদেশে জিয়ান শহরে এক নারী নিজের নতুন দুটি কৃত্রিম দাঁত বসানোর কাজটি রোবটের হাতে ছেড়ে দিয়েছিলেন।
রোবটটি তৈরি করেন বেইজিংয়ের বেইহাং ইউনিভার্সিটির গবেষকরা।
চীনে দন্ত চিকিৎসক অপ্রতুল বলে রোবটের মাধ্যমে কাজটি করার এই প্রক্রিয়া। হংকং ও সিঙ্গাপুরেও দন্ত চিকিৎসকের সঙ্কট রয়েছে।
একটি গবেষণার তথ্য অনুযায়ী, চীনে ৪০ কোটি মানুষের দাঁতের চিকিৎসার প্রয়োজন পড়ে। কিন্তু প্রশিক্ষিত চিকিৎসকের অভাবে অনেকে হাতুড়েদের উপর ভরসা করেন। এতে অনেক সময় ভুল চিকিৎসায় রোগীদের বিপাকে পড়তে হয়।
রোবট দন্ত চিকিৎসক এই দুর্ভোগ থেকে মুক্তি দেবে বলে চীনের গবেষকরা আশাবাদী।
আর/ডব্লিউএন