ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দূর্নীতি দূর করতে দক্ষতার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান- প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৩১ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:০০ পিএম, ৩১ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

সমাজ থেকে দূর্নীতি দূর করতে দক্ষতার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করে জনগনের সেবা করারও পরামর্শ দিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র আয়োজিত ৬০ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। pmলোক প্রশাসন কেন্দ্রের ৬’মাস মেয়াদী এবারের বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নেয় ১০ টি প্রতিষ্ঠানের ২৬ টি ক্যাডারের মোট ৭’শ ২৫জন কর্মকর্তা। এসব কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোর্সে সেরাদের কয়েকজনের হাতে মেডেল ও সনদ তুলে দেন তিনি। পরে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের জনগনের সেবক হয়ে কাজ করতে হবে, কোন কাজে যাতে ধীরগতি না হয় সেজন্য আমলাতান্ত্রিক সব জটিলতাও দূর করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সমাজ থেকে দূর্নীতি দূর করতে আমলাদের দক্ষতার সঙ্গে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। প্রশাসনিক কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য সুযোগ-সুবিধা আরো বাড়ানোর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী, শিগগিরই চট্টগ্রামের প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়নের কাজ শুরু করার নির্দেশ দেন। কাজে গতিশীলতা আনতে জনপ্রশাসন নীতিমালাও দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী ।