সেতুর নিচে স্টুডিও!
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৭:২৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার
ফার্নান্দো আবেলানাস নামে স্পেনের শিল্পী অদ্ভুত এক জায়গায় তাঁর স্টুডিও তৈরি করেছেন।
তিনি মূলত: একজন প্লাম্বার বা জলের মিস্ত্রি। কাজের পাশাপাশি ফার্নিচারের নকশা করেন। তাঁর এই ফার্নিচার ডিজাইন করার জন্য যে স্টুডিও, সেটি বানিয়েছেন একটি সেতুর নিচে। তাতে আছে কাজ করার সব রকম সুযোগ-সুবিধা। আছে এক জোড়া ঝুলন্ত টেবিল-চেয়ার। সেতুর গায়ে বসিয়েছেন দুটি শেলফ। এমনকি সেই অফিসের মেঝেতে বালিশ-তোষক বিছিয়ে ঘুমানোর বন্দোবস্তও আছে।
ফার্নান্দো স্টুডিওতে যান সেতুর পাশ ঘেঁষে। সেতুর পাশে লাগানো একটি হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে চলে যান তাঁর অফিসে। কাজ শেষে ফিরে আসেন ওই একইভাবে।
এম/ডব্লিউএন