ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে আবারো নিরাপত্তা পরিষদের বৈঠক

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:১৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

রোহিঙ্গা সংকট নিয়ে আবারো বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে কথা বলবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অন্য চার সদস্য রাষ্ট্রের অনুরোধে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে গত আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার পর সামরিক দমনপীড়নের কারণে এখন পর্যন্ত ৪ লাখ ৩০ হাজার মানুষ পালিয়ে বাংলাদেশে এসেছে। এদের প্রায় সবাই সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম। রাখাইনে চলা এই সেনা অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে দাবি করেছে জাতিসংঘ। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এই অভিযানকে ‘গণহত্যা’ নামে অভিহিত করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে ‘বৌদ্ধ সন্ত্রাস’ চালানোয় মিয়ানমারকে দায়ী করে এ গণহত্যার কঠোর নিন্দা জানান।

মিয়ানমার ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই বৈঠকের জন্য চার অস্থায়ী সদস্য মিশর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেনও আবেদন জানায়।

আর/ডব্লিউএন