সিটি কর্পোরেশনের উদ্যোগ জনগনের সহায়তা ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়ঃ আনিসুল হক
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৩১ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪৩ পিএম, ৩১ মার্চ ২০১৬ বৃহস্পতিবার
পরিবেশ উন্নয়নে সরকার ও সিটি কর্পোরেশনের নেয়া উদ্যোগগুলো জনগনের সহায়তা ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনিষ্টিটিউটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বাংলাদেশ ইউনিভার্সিটি আয়োজিত ‘ঢাকা শহরে বায়ূ দূষন ও স্বাস্থ্য সমস্যা’ বিষয়ক গবেষণার রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। এ’বছর তিন লাখেরও বেশি গাছ লাগানোর কথা জানান মেয়র। এ’বছর বর্ষায় জলজটের দুর্ভোগ কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেন আনিসুল হক।