ফুল মিয়া হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১০:৫৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার
কৃষক ফুল মিয়া হত্যা মামলায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তিন সহোদরসহ এক পরিবারের চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শিরিকান্দি গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে আরজু মিয়া, রফিকুল ইসলাম, তৈয়ব আলী, এবং তৈয়বের ছেলে সফর উদ্দিন।
রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৫ অক্টোবর তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশী ফুল মিয়াকে আসামিরা তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে সেখানে তাকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পাশের একটি বেগুন ক্ষেতে ফেলে রাখে।
এ ঘটনায় নিহত ফুল মিয়ার বড় ভাই আব্দুল মান্নান বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় ২০ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করে বলে জানান অতিরিক্ত পিপি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে আসামি পক্ষ।
আরকে/ডব্লিউএন