৩৮তম বিসিএস প্রিলিমিনারি
দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের প্রস্তুতি
প্রকাশিত : ১২:০৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪৯ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার
০১. গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
ক) নাইট্রিক খ) সালফিউরিক গ) হাইড্রোক্লোরিক ঘ) পারক্লোরিক
০২. বরফ পানিতে ভাবে কারণ বরফের তুলনায় পানির-
ক) ঘনত্ব কম খ) ঘনত্ব বেশি গ) তাপমাত্রা বেশি ঘ) দ্রবণীয়তা বেশি
০৩. মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস-
ক) পরিপাক খ) খাদ্য গ্রহণ গ) শ্বসন ঘ) রক্ত সংবহন
০৪. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক রয়েছে?
ক) মুগডাল খ) মশুর ডাল গ) খেসারী ঘ) মটর
০৫. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
ক) ফসফরাস খ) নাইট্রোজেন গ) পটাশিয়াম ঘ) সালফার
০৬. পরমাণুর নিউক্লিায়াসে কী কী থাকে?
ক) নিউট্রন ও প্রোটন খ) ইলেকট্রন ও প্রোটন
গ) নিউট্রন ও পজিট্রন ঘ) ইলেকট্রন ও পজিট্রন
০৭. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
ক) অক্সিজেন পরিবহন করা
খ) রোগ প্রতিরোধ করা
গ) রক্ত জমাট বাধতে সাহায্য করা
ঘ) উপরে উল্লিখিত সবগুলো
০৮. সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক) ৪টি খ) ৬টি গ) ৫টি ঘ) ৮টি
০৯. ইনসুলিন নি:সৃত হয় কোথা থেকে?
ক) অগ্ন্যাশয় থেকে খ) লিভার থেকে
গ) পিটুইটারি গ্লান্ড থেকে ঘ) হৃদপিণ্ড থেকে
১০. পানির জীব হয়েও বাতাসে নি:শ্বাস নেয়-
ক) পটকা মাছ খ) হাঙ্গর গ) শুশুক ঘ) জেলি ফিস
১১. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো-
ক) গ্লাইকোজেন খ) গ্লুকোজ গ) ফ্রুক্টোজ ঘ) সুক্রোজ
১২. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্দীয় বিদ্যাকে বলে-
ক) জুওলজি খ) বায়োলজি গ) ইভোলিউশন ঘ) জেনেটিক্স
১৩. কোন খাদ্যে প্রোটিন বেশি?
ক) ভাত খ) গরুর মাংস গ) মসুর ডাল ঘ) ময়দা
১৪. হাড় ও দাঁতকে মজবুত করে-
ক) আয়রন খ) আয়োডিন গ) ম্যাগনেশিয়াম ঘ) ক্যালসিয়াম ও ফসফরাস
১৫. সুনামির কারণ হলো-
ক) আগ্নেয়গিরির অগ্ল্যুৎপাত খ) ঘূর্ণীঝড়
গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ ঘ) সমুদ্রের তলদেশে ভূমিকম্প
১৬. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়-
ক) এ রোগে মানব দেহের কিনডনি নষ্ট করে
খ) চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
গ) এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
ঘ) ইনসুলিনের অভাবে এ রোগ হয়
১৭ প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয় বেশি মৃদু পানি পাওয়া যায়?
ক) নদী খ) সাগর গ) হ্রদ ঘ) বৃষ্টিপাত
১৮. নবায়নযোগ্য জ্বালনি কোনটি?
ক) পরমাণু শক্তি খ) কয়লা গ) পেট্রোল ঘ) প্রাকৃতিক গ্যাস
১৯. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
ক) কৃত্রিম সার প্রয়োগ
খ) পানির সেচ
গ) মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
ঘ) প্রাকৃতিক গ্যাস প্রয়োগ করা
২০. কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি
ক) তামা খ) রূপা গ) সোনা ঘ) কার্বন
২১. কোনটি এন্টিবায়োটিক?
ক) ইনসুলিন খ) পেপসিন গ) পেনিসিলিন ঘ) ইথিলিন
২২. জন্ডিসে আক্রান্ত হয়-
ক) যকৃত খ) কিডনি গ) পাকস্থলী ঘ) হৃদপিণ্ড
২৩. কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
ক) তামা খ) লোহা গ) রূপা ঘ) রাবার
২৪. কোনটি নবায়ণযোগ্য শক্তির উৎস?
ক) সূর্যরশ্মি খ) পীট কয়লা গ) পেট্রোল ঘ) প্রাকৃতিক গ্যাস
২৫. ইন্টারনেট চালুর বছর-
ক) ১৯৫৯ খ) ১৯৬৯ গ) ১৯৬৫ ঘ)১৯৬৭
২৬. এমকেএস পদ্ধতিতে ভরের একক-
ক) কিলোগ্রাম খ) পাউন্ড গ) গ্রাম ঘ) আউন্স
২৭. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
ক) তামা খ) ইস্পাত গ) পিতল ঘ) স্বর্ণ
২৮. অ্যালটিমিটার কী?
ক) তাপ পরিমাপক যন্ত খ) উচ্চতা পরিমাপক যন্ত্র
গ) উষ্ণতা পরিমাপক যন্ত্র ঘ) গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
২৯. কোনটি মৌলিক পদার্থ?
ক) লোহা খ) ব্রোঞ্জ গ) পানি ঘ) ইস্পাত
৩০. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
ক) পারদ খ) লিমিয়াম গ) জার্মেনিয়াম ঘ) ইউরেনিয়াম
৩১. স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান-
ক) তামা খ) দস্তা গ) ক্রোমিয়াম ঘ) এলুমিনিয়াম
৩২. সর্বপেক্ষা হালকা গ্যাস-
ক) অক্সিজেন খ) হাইড্রোজেন গ) র্যাডন ঘ) নাইট্রোজেন
৩৩. ভারি পানির সংকেত-
ক)2HO2 খ)H2O গ)D2O ঘ)HD2O2
৩৪. লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়-
ক) তামা খ) দস্তা গ) রূপা ঘ) এলুমিনিয়াম
৩৫. সংকর ধাতু পিতলের উপাদান-
ক) তামা ও টিন খ) তামা ও দস্তা
গ) তামা ও সীসা ঘ) তামা ও নিকেল
৩৬. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
ক) জিপসাম খ) সালফার গ) সোডিয়াম ঘ) খনিজ লবণ
৩৭. বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা-
ক) আইনস্টাইন খ) জি ল্যামেটার গ) স্টিফেন হকিং ঘ) গ্যালিলিও
৩৮. মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন-
ক) হেস খ) আইনস্টাইন গ) টলেমি ঘ) হাবল
৩৯. দুধে থাকে-
ক) সাইট্রিক এসিড খ) ল্যাকট্রিক এসিড
গ) নাইট্রিক এসিড ঘ) এসিটিক এসিড
৪০. কোনটি জৈব অম্ল-
ক) নাইট্রিক এসিড খ) হাইড্রোক্লোরিক এসিড
গ) এসিটিক এসিড ঘ) সালফিউরিক এসিড
উত্তরমালা: ০১. ক ২.খ ০৩. গ ০৪. গ ০৫. খ ০৬. ক.০৭. ক ০৮. খ ০৯. ক. ১০. খ ১১.ক ১২.ঘ ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০.খ ২১.গ ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. ক ৩০. ক ৩১. গ ৩২. খ ৩৩. গ ৩৪. খ ৩৫. খ ৩৬. ক ৩৭. খ ৩৮. ক ৩৯. খ৪০. গ