ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

অস্ত্র মামলায় ঝিনাইদহে দু’জনের জামিন নামঞ্জুর জেল হাজতে পাঠানোর আদেশ

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ০৭:৫০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার

অস্ত্র মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বিজুসহ দু’জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ আদালতে তাদেরকে হাজির করা হলে এ আদেশ দেয়া হয়। মামলায় বলা হয়েছে, গত ২রা ডিসেম্বর কালীগঞ্জের আড়পাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজনের সঙ্গে বিবাদের জেরে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু এবং তার চাচাতো ভাই আব্দুস সামাদ মিল্টন গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পৌর মেয়রসহ ২ জনকে আসামী করে থানায় মামলা করে। অপরদিকে আনিছুর রহমান নামে একজন বাদি হয়ে পৌর মেয়রসহ আরো ১৫ জনের নামে আরো একটি মামলা করেন।