ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ওয়ার্নারের শতকে অস্ট্রেলিয়ার জয়

প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:২৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

শততম টেস্টে ওয়ার্নারের সেঞ্চুরি বৃথা যায়নি। পাচঁ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে গতকাল স্বাগতিক ভারতকে ২১ রানে পরাজিত করে সিরিজে প্রথম জয়ের দেখা পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ওয়ার্নারের ১২৪ ও অ্যারন ফিঞ্চের ৯৪ রানই বড় সংগ্রহ এনে দিয়েছেল সফরকারীদের। দুজনের অসাধারণ ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই ২৩১ রান তুলে নেয় অজিরা। যদিও শেষের ওভারগুলোতে আশানুরূপ রান তুলতে পারেনি স্টিভ স্মিথরা। ৩৩৪ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। একসময় মনে হচ্ছিলো চারশ’র কাছাকাছি স্কোর করবে তারা।

তবে অস্ট্রেলিয়ার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৩৩৪ রানই জয়ের জন্য যথেষ্ট হয়ে যায়। কেদার যাদবের ৬৭, রোহিত শর্মার ৬৫, অজিঙ্কা রাহানের ৫৩ ও হার্দিক পান্ডিয়ার ৪১ রানের পরও স্বাগতিকদের ইনিংস থেমে যায় ৩১৩ রানে। ফলে ২১ রানে জয় পায় অজিবাহিনী। অজি পেসার কেন রিচার্ডসন ৩টি ও নাথান কোল্টার-নাইল ২টি উইকেট লাল করেন। ম্যাচসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। সিরিজটি এতোমধ্যে জিতে নিয়েছে ভারত।

সূত্র : ক্রিকইনফো।

//এমআর//এআর