কিশোর সাগরকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১০:৫২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার
ময়মনসিংহ গৌরীপুর উপজেলায় চুরির অভিযোগে কিশোর সাগরকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আক্কাছ আলীকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ভৈরব উপজেলার শিবপুর ইউপির সম্ভুপুর রেল ক্রসিং এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১৪। র্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারের পর তাকে ভৈরব র্যাব-১৪ ক্যাম্পে নিয়ে আসা হয়। বিকেলে র্যাবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের তথ্য জানানো হবে।
প্রসঙ্গত, পানির পাম্প চুরির অপবাদে গত সোমবার (২৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরপুর উপজেলার চরশ্রীরামপুরএলাকায় সাগরকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন মঙ্গলবার সাগরের মরদেহ লেবার হ্যাচারির কাশবন থেকে উদ্ধার করে পুলিশ। সাগর ময়মনসিংহের রেলওয়ে বস্তির শিপন মিয়ার ছেলে।
পরে আক্কাছ আলীকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা করে নিহত সাগরের বাবা। মামলার এজাহারে ৬ জনের নাম উল্লেখ করা হয়। এজাহারভুক্ত আসামিরা হলেন, আক্কাছ আলী, তার ভাই হাসু মিয়া ( ৩৮), আ. ছাত্তার ওরফে ছত্তর (৩৫), জুয়েল মিয়া (৩০), সোহেল মিয়া (২০), কাইয়ূম (২১)।
লোমহর্ষক এই হত্যাকাণ্ডের দৃশ্য মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে প্রতিবাদের ঝড় ওঠে সারাদেশে।
আর/ডব্লিউএন