সৌদি আরব চালু করতে যাচ্ছে দ্রুতগতির ট্রেন
প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১০:১৪ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত গতির ট্রেন চালু করতে যাচ্ছে সৌদি আরব। এই লক্ষকে সামনে রেখে রাজধানী রিয়াদ থেকে জর্দান সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় আল জওয়াফ প্রদেশের গুরায়াত শহর পর্যন্ত বিশ্বের অন্যতম দীর্ঘ দ্রুতগতির রেলপথ নির্মাণ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর প্রায় ২,৭৫০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ উদ্বোধন করা হবে।
এতে দেশটির উত্তরাঞ্চলের প্রায় ২০ লাখ মানুষের বহুদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই রেলপথ তৈরির ফলে রাজধানীর সঙ্গে যোগাযোগের সময় প্রায় ৫ ঘণ্টা কমবে।
"এর ফলে সৌদির উত্তরে বসবাসরত মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবে রূপ নিবে" এক বার্তায় বলেছেন সৌদি রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এক বিবৃতিতে সৌদি রেলওয়ে জানিয়েছে, ওই লাইনে চলাচলকারী প্রত্যেকটি ট্রেন ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে চলবে এবং ৪৪৪ জনের মত যাত্রী পরিবহন করতে পারবে। দুই শিফটে ভাগ করা সার্ভিসটিতে দিনে ও রাতে একটি করে ট্রেন চলবে।
এই রেললাইনের জন্য ৬টি রেল স্টেশন নির্ধারণ করা হয়েছে যেখানে আধুনিক সব সুযোগ সুবিধাসহ গাড়ি পার্কিং, দোকান, ভ্রমণার্থীদের জন্য বিশ্রাম কক্ষ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা এবং মদিনার মধ্যে যাতায়াতের জন্যও উচ্চগতির ট্রেন চালু করা হচ্ছে।
‘হারামাইন এক্সপ্রেস’ নামের বিশেষ এই ট্রেন সার্ভিস আগামী বছরের জানুয়ারিতে চালু হবে বলে জানিয়েছে সৌদি গেজেট।‘হারামাইন এক্সপ্রেস’ ট্রেনটি ঘণ্টায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) বেগে মক্কা থেকে মদিনা পর্যন্ত ৪৫৩ কিলোমিটার পথে বিরতিহীনভাবে (নন-স্টপ) চলাচল করবে। এতে হজ, ওমরা ও জিয়ারতকারীরা নিরাপদ, আরামদায়ক এবং যানজটমুক্তভাবে শহর দুটির মধ্যে চলাচল করতে পারবে। পাশাপাশি এতে বাস সার্ভিসের ওপরও চাপ কমবে। এই রেললাইনের ১০টি লেনের মধ্যে ৬টি লেনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকী কাজগুলো আগামী কয়েক মাসে শেষে হবে বলে আশাবাদী নির্মাতা প্রতিষ্ঠান। এ প্রকল্পটি জেদ্দায় অবস্থিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্থাপনার অংশবিশেষ।
এম/ডব্লিউএন