মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
প্রকাশিত : ১১:২৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০১:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন। সরকারি কাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করার অভিযোগ ওঠার পর প্রাইস পদত্যাগ করলেন।
এর আগে প্রাইসের বিলাসবহুল ফ্লাইট ব্যবহারের মার্কিণ প্রেসিডেন্ট ট্রাম্প তার অসন্তোষের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমি খুশি হতে পারিনি। বুঝলেন, একদমই খুশি হতে পারিনি।”
এর পরপরই শুক্রবার প্রাইসের পদত্যাগের ঘোষণা আসে বলে বিবিসি ও রয়টার্স জানিয়েছে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টম প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত মে মাস থেকে তিনি ২৬টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেন, যাতে অন্তত চার লাখ ডলার খরচ হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র্রে পেশাগত কাজে সরকারি কর্মকর্তাদের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের নিয়ম রয়েছে। শুধু জাতীয় নিরাপত্তা বিষয়ক কাজে নিয়োজিত কর্মকর্তারা এ নিয়মের বাইরে।
অবশ্য টম প্রাইস তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। সূত্র: বিবিসি
এম/টিকে