বাঁধ ভেঙে ঝিনাইগাতীর ১৫ গ্রাম প্লাবিত
প্রকাশিত : ১২:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১০:৫২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার
ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ঝিনাইগাতী উপজেলায় মহারশি নদীর তীর রক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে ওই এলাকার চারটি ইউনিয়নের ১৫ গ্রাম প্লাবিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাতভর ভারি বর্ষণের ফলে এ বাঁধ ভেঙে যায়। এর ফলে ডুবে গেছে ঝিনাইগাতী-রাংটিয়া সড়ক। এখন ঝিনাইগাতী বাজারে চার ফুট উচ্চতায় ঢলের পানি প্রবাহিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশি নদীতে প্লাবন সৃষ্টি হয়। এতে রামেরকুড়া এলাকায় নদীর তীর রক্ষা বাঁধের প্রায় ৭০ থেকে ৮০ ফুট ভেঙে যায়। এতে ঝিনাইগাতী-রাংটিয়া সড়ক ডুবে প্রবল স্রোতে পানি নিম্নাঞ্চলের দিকে নামতে থাকে।
গরুহাটি ও ঝিনাইগাতী বাজার প্রায় চারফুট পানিতে তলিয়ে যায়। পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর ধানশাইল, ঝিনাইগাতী সদর, মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিম গণমাধ্যমকে জানান, ভারী বর্ষণের কারণেই পহাড়ি ঢলের সৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
আর/টিকে