তামিম-মুমিনুলের দিকে তাকিয়ে দেশ
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৪:৩১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার
পচেফস্ট্রম টেস্টে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠানোর পর প্রায় পাঁচশ রানের বোঝা আসে সফরকারী টাইগারদের কাঁধে। পাহাড়সম রানের জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষে ১২৭ রান তুলতেই হারায় মূল্যবান তিনটি উইকেটে।
ফলোঅন এড়াতে টাইগারদের এখনও করতে হবে ১৭০ রান। কিন্তু বাংলাদেশ কি পারবে বাধাটা টপকাতে? দেশের ক্রিকেট প্রেমীরা তাই এখন তাকিয়ে আছে তামিম-মুমিনুলের দিকে।
তাসকিন আহমেদ অবশ্য আত্মবিশ্বাসী কণ্ঠেই জানিয়েছেন, ফলোঅন বা হারের চিন্তায় ঘুম নষ্ট করছি না। তার মতে, এই টেস্টে ড্র এমনকি জয় পাওয়াও সম্ভব।
ইতিমধ্যেই প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ। ইমরুল কায়েস (৭) আর লিটন দাসের (২৫) সঙ্গে সাজঘরে ফিরে গেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটিং মুশফিকুর রহিমও। স্বস্তির খবর হলো, দেরিতে ব্যাটিংয়ে নামা তামিম ইকবালের সঙ্গে মুমিনুল হক দারুণ খেলেছেন দিনের শেষ সময়টা।
আজ তৃতীয় দিনে ২৮ রান নিয়ে মাঠে নামবেন মুমিনুল হক, তামিম নামবেন ২২ রান নিয়ে। এরপর স্বীকৃত ব্যাটসম্যানের মধ্যে আছেন মাহমুদুউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ। বিশ্লেষকদের ধারণা তামিম-মুমিনুলই পারে সম্মান সূচক স্কোর এনে দিতে।
আর/টিকে