ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪,   কার্তিক ২ ১৪৩১

মুস্তাফিজের কাটারে ধরাশায়ী মারক্রাম

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৬:৫৯ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার

পচেফস্ট্রুম টেস্টের তৃতীয় দিন বাংলাদেশকে ৩২০ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ওভার দ্য উইকেটে বল করা মুস্তাফিজকে অনায়াসে মোকাবেলা করছিলেন এইডেন মারক্রাম। কিন্তু ছন্দ পতন ঘটালেন কাটার মাস্টার মুস্তাফিজ। সাজঘরে পাঠিয়ে দিলেন মারক্রামকে।

মারক্রামকে আউট করা বলটি ছিল অফ স্টাম্পের অনেক বাইরে। শট খেলার আমন্ত্রণ। তাতে সাড়াও দিলেন মারক্রাম। কিন্তু সেটি যে সাধারণ গতির ডেলিভারি নয়, ১২৪ কিলোমিটারের কাটার!

একটু বেরিয়ে যাওয়া কাটারে কট বিহাইন্ড মারক্রাম। প্রথম ইনিংসে ৯৭ রানে রান আউট হওয়া অভিষিক্ত ওপেনার এবার আউট হলেন ১৫ রানে।

তবে মারক্রাম নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন আবারও। টিভি রিপ্লেতে দেখা যায় ব্যাট লাগেনি বলে, শব্দ হয়েছে ব্যাট পিচে আঘাত করায়। তবে রিভিউ নেওয়ার সুযোগ তার ছিল। নিজেও বোঝেননি যে ব্যাটে লাগেনি বল!

প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৩৮। লিড ২১৪ রানের।

আরকে/ডব্লিউএন