ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রাজ্জাকের বাড়ির নামফলক চুরি

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৮:২০ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার

নায়করাজ রাজ্জাকের বাড়ির নামফলক আজ শনিবার সকালে চুরি হয়ে গেছে। রাজ্জাকের ছোট ছেলে চিত্রনায়ক সম্রাট ঘুম থেকে উঠেই দেখেন, তাঁদের বাড়ির দেয়ালে বহু বছর ধরে থাকা সেই নামফলক আর নেই। সকালে এমন একটি ঘটনায় ব্যথিত হয়েছেন রাজ্জাক পরিবারের সদস্যরা।

ঢাকার গুলশান ২ এলাকার ৩৬ নম্বর রোডে যে-কেউ ঢুকলেই ‘লক্ষী কুঞ্জ’ নামটি দেখে বুঝতে পারতেন এটি নায়করাজ রাজ্জাকের বাড়ি। আলাদা করে বাড়ি নম্বর দেখার খুব দরকার হতো না।

বাংলাদেশি সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক মারা যাওয়ার আজ ৪০ দিন পূর্ণ হচ্ছে। বাড়ির সবাই আজ তাঁর চেহলাম অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। বাড়ির সবাই এখনো পুরোপুরি শোকের ছায়া কাটিয়ে উঠতে পারেননি। তার মধ্যেই শুনলেন নামফলক চুরির খবর।

বাড়ির নিরাপত্তাকর্মী সম্রাট গণমাধ্যমকে বলেন, সকালে উঠেই দেখি, আমাদের বাড়ির নামফলক চুরি হয়ে গেছে। ভাগ্যিস বাড়ির গেটটা খুলে নিয়ে যায়নি।

বাড়ির আশপাশের অনেকের মন্তব্য, এটা মোটেও সাধারণ কোনো চুরি নয়। হয়তো এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ঘটনার ইঙ্গিত। তাঁদের মতে, কয়েক বছর পর হয়তো রাজ্জাকের বাড়ির নামফলক নিলামে তুলবে। সেই চিন্তা থেকে কোনো ব্যক্তি এই কাজটি করেছে। এই ধরনের হীন চিন্তার মানুষকে ঘৃণা জানানোর ভাষা জানা নেই।

আরকে/ডব্লিউএন