ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

আমিনুল ইসলাম তন্ময়-এর দুটি কবিতা

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ১০:১৮ পিএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার

পাওয়া না পাওয়া
অদ্ভুত নেশায় প্রলুপ্ত হতে হতে
তলিয়ে যায়-
ভেতরে; আরও গভীরে,
অথচ বিস্ময়ে দেখি আর ভাবি
চাইনি তবু-
এসেছিল কেউ একজন,
অস্তিত্বহীন মানবী, জীবন পাত্রে
ঢেলেছে সুধা-
অতঃপর সে; কোথা যে হারালো!

অভিলাষ ছিল ঘুরে দাঁড়ানোর
বিপন্নতা ছিল বলেই
ঘুরে দাঁড়ানোর অভিলাষ
চলেছি বন্ধুর পথে,
নুইয়ে পড়া শরীর; ক্লান্তি
এলোমেলো-উদভ্রান্ত
ফিরে দেখেনি কেউ।
বলেনি শোন; দিব্যি দিলাম
ডাক দিয়ে যায়-
এসো ফিরে একবার,
কেবল তুমি একক
এবং ব্যতিক্রম
তৃষিত চোখে জল।

//এআর