টেনেহিঁচড়ে নামানো হলো বিমানের যাত্রীকে
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ০৮:০৮ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার
যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনের এক বিমান থেকে টেনেহিঁচড়ে এক নারী যাত্রীকে নামানোর ঘটনা ঘটেছে৷ অন্য যাত্রীদের করা সেই ভিডিও মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ পরে অবশ্য কর্তপক্ষ ক্ষমা চায়।
গত মঙ্গলবার বাল্টিমোর থেকে লসএঞ্জেলেসে যাচ্ছিলেন এক নারী। ওই ফ্লাইটে তখন অনেকেরই কাছে পোষা প্রাণি ছিল৷ এই প্রাণিতেই তাঁর মারাত্মক অ্যালার্জির সমস্যা৷ ফ্লাইট কর্মকর্তাদের তার সমস্যাটি জানালে তাঁরা বলেন, এমন কোনো মেডিকেল সার্টিফিকেট আপনি আগে দেননি৷ কাজেই আপনাকে প্লেন ছাড়তে হবে৷
তাদের প্রস্তাব ওই নারী প্রত্যাখ্যান করলে আইন প্রয়োগকারী সংস্থা সেখানে হাজির হয়। তারা সেই নারীকে টেনেহিঁটড়ে সিট থেকে তুলে বের করে আনেন। এ সময় ওই নারী বার বার বলতে থাকেন বলেন, ‘আমাকে স্পর্শ করবে না, আমি হেঁটে যেতে যাব।’ পুলিশ সদস্যরা তাকে না ছেড়েই ব্যঙ্গ করে পাল্টা বলে, ‘ঠিক আছে হাঁটো৷’
এক পর্যায়ে যাত্রীটি চিৎকার করে বলেন, ‘আমি একজন প্রফেসর, কী করছো আমার সাথে!’ ওই পুরো ঘটনাটি অন্যরা ভিডিও করে ছেড়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার জন্য পরে অবশ্য ক্ষমা চেয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন৷
সূত্র: ডয়েচে ভেলে।
আর/ডব্লিউএন