ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৩ ১৪৩১

‘ফেস’ দেখেই খুলবে ফেসবুক

প্রকাশিত : ০৬:১০ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ১০:০৪ পিএম, ৩ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

`ফেস রিকগনিশন` ফিচারের উপর কাজ করছে ফেসবুক টিম। এটি চালু হলে ইউজারের মুখ দেখেই অ্যাকাউন্ট খোলা যাবে।

ফেসবুক জানায়, প্রযুক্তিকে আরো একধাপ এগিয়ে নিতে এটির কাজ করা হচ্ছে। যারা খুব সহজে অ্যাকাউন্ট ভেরিফাই করাতে চান তাদের জন্য এটি পরীক্ষা করে দেখা হচ্ছে। যে ডিভাইসে আপনি লগ ইন করেছেন সেখানে এই সুবিধা পাওয়া যাবে।

ফেসবুক বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীদের লক হওয়া অ্যাকাউন্ট যাতে সহজেই খুলতে পারেন এটাও পরীক্ষা করে দেখা হচ্ছে। এই পদ্ধতি সামনে এলে ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হবে না তাদের।

পাশাপাশি ভিডিও চ্যাট ডিভাইস দিয়ে ইউজারের মুখ যাচাইয়ের পরীক্ষা চলছে। এর মাধ্যমে সোস্যাল সাইটে গোপনে নজরদারি চলতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এই নতুন ফিচার সামনে আনা হবে সব পরীক্ষা শেষ করেই।

আর/ডব্লিউএন