ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫,   চৈত্র ১৭ ১৪৩১

হাসপাতাল ছেড়ে বাসায় ডিপজল

প্রকাশিত : ০২:৫২ পিএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার

হাসপাতাল থেকে ছাড়পত্র  নিয়ে বাসায় ফিরেছেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। বাসায় ফিরছেন তিনি। এ কথা জানিয়েছে তাঁর মেয়ে অলিজা মনোয়ার।

মেয়ে অলিজা মনোয়ার বলেন, বাবা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাঁকে বাসা নিয়ে আসা হয়েছে। এখন তিনি বিশ্রামে আছেন। তিন সপ্তাহ পরে বাবার হার্টের পরবর্তী চিকিৎসা শুরু হবে। এখন চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

১৯ সেপ্টেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয় ডিপজলকে। পরদিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। পরে ২৫ সেপ্টেম্বর ডিপজলের হার্টে রিং পড়ানো হয়েছে। হাসপাতালে তাঁর সঙ্গে ছিলেন কন্যা অলিজা মনোয়ার ও স্ত্রী জবা।

 

এসএ/এআর